ইব্রাহিম ইবনে আদহাম বললেন,
তোমাদের অন্তর ১০টি জিনিসের কারণে মৃত্যুবরণ করেছে। যার দরুণ দু'আ কবুল হচ্ছে না!
যে দশটি কাজের দরুণ দু'আ কবুল হচ্ছে নাঃ
১. তোমরা আল্লাহকে জান অথচ তার হক্ব পুরোপুরিভাবে আদায় করো না।
২. তোমরা কুরআন শরীফ পাঠ কর অথচ তার গুরুত্ব অনুধাবন করো না।
৩. তোমরা রাসূল ﷺ কে ভালবাস অথচ তার সুন্নাতকে ছেড়ে দাও ৷
৪. তোমরা শয়তানকে শত্রু হিসেবে জানো অথচ তার পথই অনুসরণ করে চলো।
৫. তোমরা জান্নাতে যেতে চাও অথচ জান্নাতে যাওয়ার জন্য আমল করো না।
৬. তোমরা দোযখের আগুন হতে মুক্তি পেতে চাও অথচ তোমরা আগুনের মধ্যে রয়েছ।
৭. তোমরা মৃত্যুকে সত্য বলে জানো অথচ মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো না।
৮. তোমরা তোমার ভাইয়ের দোষ প্রচার কর অথচ নিজের দোষের দিকে লক্ষ্য করো না।
৯. তোমরা আল্লাহর দেয়া রিযিক খাও, অথচ তার শোকরিয়া আদায় করো না ।
১০. তোমরা মৃত মানুষকে দাফন কর অথচ তা থেকে মোটেই শিক্ষা গ্রহণ করো না।
বইঃ দু'আ কবুলের শর্ত
লেখকঃ মুহাম্মাদ মুকাম্মাল হক