Supplication Sleep

ঘুম সংশ্লিষ্ট দু’আ সমূহ

বিভাগ: বেসিক ইসলাম

সম্ভাব্য পড়ার সময়: ১ মিনিট

ঘুম থেকে উঠার পর যিক্‌রঃ

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ

উচ্চারণঃ আলহামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা‘দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন্ নুশূর
অর্থঃ হামদ-প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তাঁরই নিকট সকলের পুনরুত্থান।📖 বুখারী ফাতহুল বারী ১১/১১৩, নং ৬৩১২,৬৩১৪; মুসলিম ৪/২০৮৩, নং ২৭১১

ঘুমানোর যিক্‌রঃ

হুযায়ফাহ্ (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) যখন রাতে শয্যা গ্রহণ করতেন তখন তিনি তাঁর হাত গালের নীচে রাখতেন। অতঃপর বলতেন

اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا

উচ্চারণঃ আল্লা-হুম্মা বিসমিকা আমূতু ওয়া আহ্ইয়া- 
অর্থঃ হে আল্লাহ্‌! আমি তোমার নামে মৃত্যুবরণ করি এবং তোমার নামেই জীবিত হই।
📖 সহীহ বুখারী ৬৩১৪ (তাওহীদ পাবলিকেশন)

শেয়ার:
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments