One Minute Dhikr

১ মিনিটের যিকর

বিভাগ: বেসিক ইসলাম

সম্ভাব্য পড়ার সময়: ১ মিনিট

এক হাজার সওয়াব লেখা অথবা এক হাজার পাপ মুছে ফেলা

নবী (ﷺ) বললেন, যে ব্যক্তি ১০০ বার বলবে –

سُبْحَانَ اللَّهِ

সুবহা-নাল্লা-হ
আল্লাহ্‌ পবিত্র-মহান
তার জন্য এক হাজার সওয়াব লেখা হবে অথবা তার এক হাজার পাপ মুছে ফেলা হবে।
~রেফারেন্স: মুসলিমঃ ২৬৯৮ 

সর্বশ্রেষ্ঠ দোয়া এবং সর্বোত্তম যিক্‌র

ক) সর্বশ্রেষ্ঠ দোয়া-

اَلْحَمْدُ لِلَّهِ

আল-‘হামদু লিল্লা-হ
সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য

খ) সর্বোত্তম যিক্‌র-

لَا إِلَهَ إِلَّا اللَّهُ

লা ইলা-হা ইল্লাল্লা-হ
আল্লাহ্‌ ব্যতীত কোনো হক্ব ইলাহ নেই 
~রেফারেন্স: তিরমিযীঃ ৩৩৮৩ *হাসান হাদীস

জান্নাতের এক রত্নভাণ্ডার

لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

লা হাউলা ওয়ালা ক্বুওয়্যাতা ইল্লা বিল্লা-হ

আল্লাহ্‌র সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন,

“ওহে আব্দুল্লাহ ইবন কায়েস! আমি কি জান্নাতের এক রত্নভাণ্ডার সম্পর্কে তোমাকে অবহিত করব না?” আমি বললাম, “নিশ্চয়ই হে আল্লাহ্‌র রাসূল।” তিনি বললেন, তুমি বলো – (উপরে উল্লেখিত দোয়া) ~রেফারেন্স: বুখারীঃ ৬৩৮৪ 

উপরে উঠার সময়

জাবির ইবনু আব্দিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা উপরের দিকে উঠার সময়ে বলতাম –

اَللَّهُ أَكْبَرُ

আল্লাহু আকবার
আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ
~রেফারেন্স: বুখারীঃ ২৯৯৩ 

পাপের অনুশোচনায় বা গুনাহর কথা বললে

أَسْتَغْفِرُ اللَّهَ

আস্তাগফিরুল্লা-হ
আমি আল্লাহ্‌র ক্ষমা প্রার্থনা করছি

অতএব জেনে রাখ, নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তুমি ক্ষমা চাও তোমার ও মুমিন নারী-পুরুষদের ত্রুটি-বিচ্যুতির জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং নিবাস সম্পর্কে অবগত রয়েছেন। ~রেফারেন্স: সূরা মুহাম্মদঃ ১৯ 

আরো পড়ুনঃ প্রত্যেক ওয়াক্ত সালাতের পর যিকরসমূহ | Dhikr after Salah (prayer)

WIP 24

শেয়ার:
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments