hatimanis88

lion4d

hatimanis88

hatimanis88

গোপনে করা পাপের বিষয়ে সতর্ক থাকুন!
Beware of Secret Sins

গোপনে করা পাপের বিষয়ে সতর্ক থাকুন!

বিভাগ: ফিতনা

সম্ভাব্য পড়ার সময়: ১ মিনিট

 আপনি কি পরীক্ষা করতে চান আপনার ঈমান কতটা শক্তিশালী?

তাহলে আপনার আচরণ পরীক্ষা করুন, আপনার কর্ম পরীক্ষা করুন!

যখন আপনি একা, যখন ঘরে কেউ থাকে না, অফিসে কেউ থাকে না তখন কি সব সময় মনে থাকে যে আল্লাহ তা’য়ালা দেখছেন?

যদি তাই হয়! আল্লাহু আকবার। চমৎকার!

কিন্তু আপনি যদি প্রতিবার একা থাকার সময় সীমালঙ্ঘন করেন, তবে আমার ভাই এবং আমার বোন জেগে উঠুন!

এবং মনে রাখবেন! আপনি গোপনে করা পাপের বিষয়ে সতর্ক থাকুন কারণ সেখানে বিচারক (আল্লাহ তা’য়ালা) একমাত্র সাক্ষী

আল্লাহ তা’য়ালা বলেন;

أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ

সে কি জানে না যে, আল্লাহ দেখেন?  (সূরা আল-আলাক ৯৬:১৪)

আল্লাহ তা’য়ালা আরো বলেন;

وَ ذَرُوۡا ظَاهِرَ الۡاِثۡمِ وَ بَاطِنَهٗ ؕ اِنَّ الَّذِیۡنَ یَکۡسِبُوۡنَ الۡاِثۡمَ سَیُجۡزَوۡنَ بِمَا کَانُوۡا یَقۡتَرِفُوۡنَ

আর তোমরা প্রকাশ্য ও গোপন পাপ ত্যাগ কর। নিশ্চয় যারা পাপ অর্জন করে, তাদেরকে অচিরেই প্রতিদান দেয়া হবে, তারা যা অর্জন করে তার বিনিময়ে। (সুরা আনআম | আয়াত ১২০)

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ

আমি আমার উম্মাতের কতক দল সম্পর্কে অবশ্যই জানি যারা কিয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালার সমতুল্য নেক আমলসহ উপস্থিত হবে। মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। সাওবান (রাঃ) বলেন, হে আল্লাহর রাসূল! তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের নিকট বর্ণনা করুন, যাতে অজ্ঞাতসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। তিনি বলেনঃ তারা তোমাদেরই ভ্রাতৃগোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায়ভুক্ত। তারা রাতের বেলা তোমাদের মতই ইবাদত করবে। কিন্তু তারা এমন লোক যে, একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে। (সুনান ইবনু মাজাহ ৪২৪৫)

পাপ শুধু মানবজীবনেই নয় বরং সমগ্র পৃথিবীতে ধ্বংস ডেকে আনে। আশার আলো হচ্ছে যে, আল্লাহ তাআলার কাছে তওবাহের দরজা সবসময়ই খোলামহান আল্লাহ তায়ালা বলেনঃ

یٰعِبَادِیَ الَّذِیۡنَ اَسۡرَفُوۡا عَلٰۤی اَنۡفُسِهِمۡ لَا تَقۡنَطُوۡا مِنۡ رَّحۡمَۃِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یَغۡفِرُ الذُّنُوۡبَ جَمِیۡعًا ؕ اِنَّهٗ هُوَ الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ

বল, ‘হে আমার বান্দাগণ, যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’ (সূরা আয-যুমার | আয়াত ৫৩)

মহান আল্লাহ আমাদের গোপন গুনাহ থেকে বাঁচার তাওফিক দান করুন 🤲🏻

শেয়ার:

Leave a Comment

hatimanis88

lion4d

hatimanis88

hatimanis88