stories4AlKahaf

সূরা আল-কাহাফের ৪টি ঘটনা

বিভাগ: কুরআন

সম্ভাব্য পড়ার সময়: ১ মিনিট

ঘটনা ১: দ্বীনের ব্যাপারে ফিতনা।

  • একদল যুবকের গল্প, যারা নিজেদের দ্বীনের হিফাজতের জন্য জালিম বাদশাহর রাজ্য থেকে পালিয়ে গিয়ে পর্বতগুহায় আশ্রয় নিয়েছিলেন। (সুরা আল-কাহফ | আয়াত: ৯-২৪)
  • দ্বীনের ব্যাপারে ফিতনা থেকে বাঁচার কতিপয় আমল: নেককারদের সুহবত, আখিরাতের স্মরণ, কুরআনের তিলাওয়াত ও তাদাব্বুর। (সুরা আল-কাহফ | আয়াত: ২৭, ২৮ ও ২৯)

ঘটনা ২: সম্পদের ফিতনা।

  • জোড়া উদ্যানের মালিকের গল্প। (সুরা আল-কাহফ | আয়াত: ৩২-৪৪)
  • সম্পদের ফিতনা থেকে বাঁচার দুটি উপায়: দুনিয়ার হাকিকত ও বাস্তবতা উপলব্ধি করা এবং আখিরাতের পাথেয় সংগ্রহে ব্যস্ত থাকা। (সুরা আল-কাহফ | আয়াত: ৪৫,৪৬)

ঘটনা ৩: ইলমের ফিতনা।

  • মুসা (আ.) ও খাযির এর ঘটনা। (সুরা আল-কাহফ | আয়াত: ৬০-৭২)
  • ইলমের ফিতনা থেকে বাঁচার উপায়: বিনয়ী হওয়া এবং ইলম নিয়ে অহংকার না করা। (সুরা আল-কাহফ | আয়াত: ৬৯)

ঘটনা ৪: ক্ষমতা ও রাজত্বের ফিতনা।

  • যুলকারনাইন এর গল্প। (সুরা আল-কাহফ | আয়াত: ৮৩-৮৯)
  • ক্ষমতার ফিতনা থেকে বাঁচার উপায় আমলে ইখলাস অবলম্বন এবং আখিরাতের স্মরণ। (সুরা আল-কাহফ | আয়াত: ১০৩, ১০৪)
শেয়ার:
guest

0 Comments
Inline Feedbacks
View all comments