
মুফতি আফজাল হুসেন ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন দক্ষিণ আফ্রিকার একজন সিনিয়র আলেম যিনি আমাদের দ্বীনের উন্নতি, সুরক্ষা এবং অগ্রগতির জন্য অসংখ্য উপায়ে বিশাল অবদান রেখেছিলেন। মুফতি আফজাল হুসেন ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির "Madrasah in Just 5 Minutes (360 Short Lessons in 10 Categories)" নামে সম্পাদিত বইটি থেকে অনুপ্রাণিত হয়ে "৫ মিনিটের মাদ্রাসা " নামের সিরিজটি ধারাবাহিক রাখতে চাচ্ছি ইনশা আল্লাহ্। বইটিতে প্রতিদিনের জন্য পাঁচ মিনিটের শিক্ষামূলক পাঠ সংকলন করা হয়েছে। এই পাঠগুলি ১০টি বিভাগে বিভক্ত। যেমন;
০১. ইসলামিক ইতিহাস
০২. রাসূল ﷺ এর মুজিযা
০৩. একটি ফরয
০৪. একটি সুন্নাত
০৫. একটি গুরুত্বপূর্ণ আমল এবং এর ফযীলত
০৬. একটি পাপ/গুনাহ
০৭. এই দুনিয়া সম্পর্কে
০৮. আখিরাত সম্পর্কে
০৯. কুরআন ও সুন্নাত থেকে রোগ নিরাময়/চিকিৎসা
১০. কুরআনের উপদেশ/ রসূলুল্লাহ ﷺ এর নসীহত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আকর্ষণীয় এবং শিক্ষণীয় এই কাজ থেকে সবাই উপকৃত হবে আশা রাখছি।
আজ ২২ শাওয়াল, ১৪৪৪ হিজরি
১০টি বিভাগে সাজানো ধারাবাহিক এই সিরিজে আজকের পাঠের বিষয়বস্তু উপস্থাপন করা হলঃ
১. ইসলামিক ইতিহাস
❁ বারো মাসে এক বছর ❁
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আল্লাহ যে দিন আসমান ও যমীন সৃষ্টি করেছেন, সে দিন হতে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল আজও তা সেভাবে আবর্তিত হচ্ছে। বারো মাসে এক বছর। এর মধ্যে চারটি মাস সম্মানিত। যুল-কা’দাহ, যূল-হিজ্জাহ ও মুহাররাম। তিনটি মাস পরস্পর রয়েছে। আর একটি মাস হলো রজব যা জুমাদা ও শা’বান মাসের মাঝে অবস্থিত।
📖 রেফারেন্স: সহীহ বুখারী ৩১৯৭
২. রাসূল ﷺ এর মুজিযা
❁ খুঁটির কান্না ❁
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) (মাসজিদে নাববীতে) একটি খেজুর গাছের কান্ডের সাথে ঠেস দিয়ে খুত্বাহ্ দিতেন। তারপর তাঁর জন্য লোকেরা একখানা মিম্বার স্থাপন করলে তিনি মিম্বারের উপর দাঁড়িয়ে খুত্বাহ্ দান করেন। সে সময় খুঁটিটি উষ্ট্রীর মতো কাঁদতে লাগল। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) মিম্বার হতে অবতরণ করে তাকে স্পর্শ করলে তা কান্না বন্ধ করে (শান্ত হয়) ।
📖 রেফারেন্স: তিরমিজি ৩৬২৭
৩. একটি ফরয
❁ আসমানী কিতাবসমূহের উপর ঈমান আনা ❁
ঈমানের একটি শাখা হচ্ছে আল্লাহ প্রদত্ত কিতাবসমূহে ঈমান আনা। আল্লাহ তাআলা ইরশাদ করেন-" এবং সকল মুমিন- আল্লাহ, ফেরেশতা, কিতাবসমূহ এবং নবীদের উপর ঈমান আনে। " (সূরা আল বাকারা আয়াত-২৮৫)উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদীস- যা হাদীসে জিবরাঈল নামে পরিচিত- যেখানে জিবরাঈল -এর এক প্রশ্নের জবাবে বলা হয়েছে" ঈমান হচ্ছে- আল্লাহ, ফেরেশতা, তাঁর কিতাবসমূহ ও রাসূলগণের উপর ঈমান আনয়ন।" (বুখারী-৪৭৭৭)কিতাবসমূহের উপর ঈমান আনার সাথে সাথে আল-কুরআনের উপর ঈমান আনাকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে । ইরশাদ হচ্ছেঃ'হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনো এবং সেই কিতাবের (কুরআনের) প্রতিও যা তাঁর রাসূলের উপর নাযিল করেছেন। সেই সাথে আগে যেসব কিতাব নাযিল হয়েছিল সেগুলোর প্রতিও। (সূরা আন-নিসা, আয়াত-১৩৬)
৪. একটি সুন্নাত
❁ জুতা পরিধানের সুন্নাত ❁
রাসূলাল্লাহ ﷺ বলেছেন, তোমাদের কেউ যখন জুতা পরিধান করবে তখন ডান পায়ে আগে পরিধান করবে, আবার যখন খুলবে, বাম পায়ের জুতা আগে খুলবে। আর জুতা পরিধান করলে উভয় পায়ে জুতা পরিধান করবে আবার খুলে রাখলে উভয় পায়ের জুতা খুলে রাখবে। শুধু এক পায়ে জুতা পরিধান করে হাটবে না।
📖 রেফারেন্স: সহীহ মুসলিম ২০৯৭
৫. একটি গুরুত্বপূর্ণ আমল এবং এর ফযীলত
❁ সুবহানাল্লাহ পড়ার ফযীলত ❁
নবী (ﷺ) বললেন, যে ব্যক্তি ১০০ বার বলবে - سُبْحَانَ اللَّهِ সুবহা-নাল্লা-হ আল্লাহ্ পবিত্র-মহান। তার জন্য এক হাজার সওয়াব লেখা হবে অথবা তার এক হাজার পাপ মুছে ফেলা হবে।
📖 রেফারেন্স: সহীহ মুসলিম ২৬৯৮
৬. একটি পাপ/গুনাহ
❁ জমি আত্মসাৎ ❁
একজনের কয়েকজন লোকের সঙ্গে একখণ্ড ভূমি নিয়ে ঝগড়া ছিল। ‘আয়িশা (রাঃ)-এর নিকট এসে তা জানালেন। তিনি বললেন, হে আবূ সালামা! জমা-জমির গোলমাল হতে দূরে থাক। কেননা, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে লোক এক বিঘত পরিমাণ অন্যের জমি অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, কিয়ামতের দিন সাত তবক যমীনের হার তার গলায় পরিয়ে দেয়া হবে।
📖 রেফারেন্স: সহিহ বুখারী ৩১৯৫
৭. এই দুনিয়া সম্পর্কে
❁ সম্পদ লাভের প্রতিযোগিতা ❁
রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আমি তোমাদের অগ্রবর্তী। আমি তোমাদের সাক্ষী হব। আল্লাহ্র কসম! নিশ্চয়ই আমি এখন আমার ‘হাওয্’কে দেখছি। আমাকে তো দুনিয়ার ধনাগারের চাবিসমূহ অথবা দুনিয়ার চাবিসমূহ দেয়া হয়েছে। আল্লাহ্র কসম! আমি তোমাদের ব্যাপারে এ আশংকা করছি না যে, তোমরা আমার পরে শির্কে লিপ্ত হবে, তবে আমি আশংকা করছি যে, তোমরা দুনিয়ার সম্পদ লাভের জন্য পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হবে।
📖 রেফারেন্স: সহিহ বুখারী ৬৪২৬
৮. আখিরাত সম্পর্কে
❁ জাহান্নামের আগুনের উত্তাপ এর ধরণ ❁
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের একভাগ মাত্র। বলা হল, ‘হে আল্লাহর রসূল! জাহান্নামীদেরকে শাস্তি দেয়ার জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল।’ তিনি বললেন, ‘দুনিয়ার আগুনের উপর জাহান্নামের আগুনের তাপ আরো ঊনসত্তর গুন বাড়িয়ে দেয়া হয়েছে, প্রত্যেক অংশে তার সম পরিমাণ উত্তাপ রয়েছে।’
📖 রেফারেন্স: সহিহ বুখারী ৩২৬৫
৯. কুরআন ও সুন্নাত থেকে রোগ নিরাময়/চিকিৎসা
❁ কালোজিরার উপকারিতা ❁
রাসূলাল্লাহ ﷺ বলেছেন, "কালো জিরা ‘সাম’ ছাড়া যাবতীয় রোগের ঔষধ। (‘সাম’ অর্থ হল মৃত্যু)"
📖 রেফারেন্স: সহীহ বুখারী ৩১৯৭
১০. রসূলুল্লাহ ﷺ এর নসীহত
রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে আল্লাহ্ এবং শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভাল কথা বলে নতুবা চুপ থাকে। এবং যে ব্যক্তি আল্লাহ্ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে ক্লেশ না দেয়। আর যে ব্যক্তি আল্লাহ্র ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানের সম্মান করে।
📖 রেফারেন্স: সহিহ বুখারী ৬৪৭৫