ইসলাম অর্থ কি! মুসলিম কারা?

মূল পোস্ট: https://blog.deenelife.com/what-is-islam-who-are-muslims/

Islam

ইসলাম অর্থ কি?

ইসলাম আরবী শব্দ “সালাম” থেকে উদ্ভূত যার অর্থ শান্তি, এবং এটি আরবি শব্দ “সিলম” থেকেও উদ্ভূত যার অর্থ আল্লাহ (সুবহানাহু ওয়া তা’আলা) এর কাছে আপনার ইচ্ছাকে জমা দেওয়া। সংক্ষেপে, ইসলাম মানে সর্বশক্তিমান আল্লাহ (সুবহানাহু ওয়া তা’আলা)র কাছে আপনার ইচ্ছা জমা দিয়ে শান্তি অর্জন করা । অর্থাৎ

“ইসলাম মানে তাওহিদের স্বীকৃতি দিয়ে শান্তির জন্য আল্লাহর নিকট আত্মসমর্পণ’’

সুরা আল ইমরানের ১৯ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেন-

اِنَّ الدِّیۡنَ عِنۡدَ اللّٰهِ الۡاِسۡلَامُ

নিশ্চয়ই ইসলামই আল্লাহর নিকট একমাত্র ধর্ম

এবং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যাবস্থার নাম।

এ প্রসঙ্গে আল্লাহ্‌ তায়ালা সুরা আল মায়িদাহ এর ৩ নম্বর আয়াতে বলেন-

আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিআমাত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে কবূল করে নিলাম।

এবং সুরা আল ইমরান এর ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন-

আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীন গ্রহণ করতে চাইবে কক্ষনো তার সেই দ্বীন কবূল করা হবে না এবং আখেরাতে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। 

আমাদের দ্বীন হলো ইসলাম এবং ইসলামই হচ্ছে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটিঃ

 ১. আল্লাহ্ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল-এ কথার সাক্ষ্য প্রদান করা।

 ২. সালাত কায়িম করা।

 ৩. যাকাত আদায় করা।

 ৪. হাজ্জ সম্পাদন করা এবং

 ৫. রমাযানের সিয়াম পালন করা। (সহীহ বুখারী ০৮)

অর্থাৎ এই পাঁচটি জিনিসের উপর ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে।

মুসলিম কারা?

মুসলিম বা মুসলমান (مسلم অর্থ:আত্মসমর্পণ,অনুগত) হলো সেই লোক যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। অতএব,যে নিজের ইচ্ছাকে আল্লাহ তায়ালার কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করেছে তাকে মুসলিম বলে। সুতরাং একজন মুসলিম আল্লাহ তায়ালার কথামতোই জীবনযাপন করে এবং একমাত্র আল্লাহ তায়ালারই ইবাদত করে।

নিজের ইচ্ছাকে আল্লাহ তায়ালার কাছে আত্মসমর্পণ না করে অর্থাৎ আল্লাহ প্রদত্ত জীবন বিধান (পূর্ণাঙ্গ জীবন ব্যাবস্থা) না মেনে কেবল জন্মসুত্রে নামে মাত্র মুসলমান হওয়া সম্ভব, কিন্তু প্রকৃত মুসলিম হতে হলে ঈমান আনতে হবে আল্লাহ এবং তাঁর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এবং অনুসরণ করতে হবে তাঁর রাসূলকে এবং আল্লাহর কিতাব(ওহী) আল-কুরআনকে।

অর্থাৎ একমাত্র সজ্ঞানে আল্লাহর কাছে নিজের ইচ্ছার আত্মসমর্পণ এর মাধ্যমেই প্রকৃত মুসলমান হওয়া সম্ভব।

মুসলিমদের সম্বন্ধে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা সুরা ফুসসিলাত এর ৩৩ নম্বর আয়াতে বলেছেন-

“কথায় ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম যে (মানুষকে) আল্লাহর দিকে আহবান করে, আর সৎ কাজ করে এবং বলে, ‘আমি (আল্লাহর প্রতি) অনুগতদের অন্তর্ভুক্ত’।

আল্লাহ্‌ তাআলা আরো বলেনঃ 

“আর যে নিজকে নির্বোধ বানিয়েছে, সে ছাড়া কে ইবরাহীমের আদর্শ থেকে বিমুখ হতে পারে? আর অবশ্যই আমি তাকে দুনিয়াতে বেছে নিয়েছি এবং নিশ্চয় সে আখিরাতে নেককারদের অন্তর্ভুক্ত থাকবে”

যখন তার রব তাকে বললেন, ‘তুমি আত্মসমর্পণ কর’। সে বলল, ‘আমি সকল সৃষ্টির রবের কাছে নিজকে সমর্পণ করলাম’

সূরা বাকারা। আয়াত: ১৩০-১৩১

“হাঁ, যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পন করেছে (ইসলাম গ্রহণ করেছে) এবং সে সৎকর্মশীলও বটে, তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে। তাদের ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না”

সূরা বাক্বারা। আয়াত ১১২

এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে-ই মুসলিম, যার জিহবা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ এবং সে-ই প্রকৃত মুহাজির, আল্লাহ যা নিষেধ করেছেন তা যে ত্যাগ করে। (সহীহ বুখারী ১০)